বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন
করোনায় আক্রান্ত এম,পি রনজিত কুমার রায়।
যশোর ৮৮- ৪ (অভয়নগর – বাঘারপাড়া) সরকার দলীয় সংসদ সদশ্য রনজিত কুমার রায়ের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৮ই জুন সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার এর নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করে যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন, তিনি আরও জানায় সংসদ সদশ্য রনজিত কুমার রায় কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। সোমবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে জিনোস সেন্টার থেকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় করোনা আক্রান্ত হয়েছে। এরপরই তাকে যশোর সন্মিলিত সামরিক হাসপাতালের (সি,এম, এইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলবে।