বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো, ও চট্টগ্রাম প্রেসক্লাবের
সেক্রেটারি চৌধুরী ফরিদ করোনায় আক্রান্ত।
ডেক্স নিউজ,
তার ফেসবুক ওয়াল থেকে তুলে ধরা হলো,
পরম দয়ালু, অফুরন্ত রহমতের ভান্ডার মহান আল্লাহর উপর আস্তা, বিশ্বাস এবং ভরসা রেখে করোনাকে জয় করার সংগ্রাম শুরু করলাম ইনশাহ্ আল্লাহ। আমার সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ, আমি এবং আমার স্ত্রী ও ৩ অবুজ শিশু সন্তানের জন্য আপনারা হৃদয় থেকে দোয়া ও আশির্বাদ করবেন। একই সাথে আমার অনেক সাংবাদিক বন্ধু আজ এ রোগে আক্রান্ত, তাদের জন্যও আপনারা দোয়া – আশির্বাদ করবেন। করোনা ভাইরাস চট্টগ্রামে আক্রান্ত হবার আগ থেকে আমি ক্লাবে এবং পেশাগত দায়িত্ব পালনে খুবই -খুবই সতর্ক ছিলাম। মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাবস সব সময় ছিল। এসব নিয়ে আমার অনেক সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা কত টিপ্পনীও দিয়েছে। তারপর মহান অল্লাহর ইচ্ছা এবং হকুম এর বাইরে নয়।
বিশেষ অনুরোধ, আমার দ্বিতীয় আবাসস্থল চট্টগ্রাম প্রেস ক্লাবের শ্রদ্ধেয় সকল সাংবাদিক বন্ধুসহ পেশাগত জীবনে কিংবা চলার পথে কারো মনে কোন দু:খ দিয়ে থাকলে বা দু:খ পেয়ে থাকলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন ।
ইতি
আপনাদের প্রিয় চৌধুরী ফরিদ। ২৭ মে ২০২০