রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
আমি আকাশ হতে চাই –
কবি গালিব চৌধুরী
———————————-
আমি আকাশ হতে চাই,
তুমি সেথায় শরতের শুভ্র মেঘ হয়ে ভেসে বেড়াও;
আমি সাগর হতে চাই,
তুমি না হয় ঢেউ হয়ে এই বুকেই আছড়ে পড়ো।
আমি অরণ্য হতে চাই,
তুমি ভেতরের ছায়াশীতল পথ পাড়ি দাও;
আমি পাহাড় হতে চাই,
তুমি না হয় ঝর্ণা হয়ে আমার বুক চিড়েই বয়ে চলো।
আমি তরী হতে চাই,
তুমি চঞ্চল পবন হয়ে বয়ে যাও;
আমি রবি হতে চাই,
তুমি না হয় কবিতা হয়েই সাথে থাকো।