মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া -সাতকানিয়ার বাইকারসদের মধ্যে সুশৃংখল পরিবেশ এবং সকলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে নতুন যাত্রা শুরু হয়৷
১১এপ্রিল ( শুক্রবার) বিকেল ৪টার সময়ে ডা.কর্ণেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আব্দুর রহিম এর সঞ্চালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার থানা প্রসাশন আরিফুর রহমান (ওসি)।
এসময়ে এলএস বাইকারসদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা হিসাবে প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক খুবই একটা বিপদজনক। বাইকারসদের অবশ্যই সচেতনতার সাথে গাড়ি চালাতে হবে। যখন মোটরসাইকেল নিয়ে বাহির হবেন অবশ্যই মাথার হেলমেট সাথে রাখবেন৷ প্রতিটি গাড়ির অবশ্যই লাইসেন্স থাকা জরুরি৷ বিশেষ সতর্কতার সাথে তিনি আরো বলেন লোহাগাড়ার মধ্যে যেন কোন চুরাকারবারি গাড়ি না থাকে এবং এই লোহাগাড়া হতে যেন আর কোন গাড়ি চুরি না হয় সকলের কাছে সে প্রত্যশা রাখেন৷
অনুষ্ঠিত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, শেখ মোঃ ওমর, এরশাদ হোসাইন, বেলাল উদ্দীন, ফাহাদ চৌধুরী’র উদ্যোগে আরও উপস্থিত ছিলেন শেখ মোঃ সান, মিজানুর রহমান, মিজানুর রহমান নয়ন, আবু ছিদ্দিক, এম.এম. হোসাইন, মোঃ আসিফ, মোঃ পারভেজ প্রমূখ।