মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম
ফিলিস্তিনের গাঁজাবাসীদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়া’র তৌহিদী জনতার উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি উপজেলার মডেল মসজিদের মাঠ প্রাঙ্গন এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। একই সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি।
এই সময়ে সকলের প্রতিবাদ কন্ঠে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।