সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
সাতকানিয়ায় যুবকদের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম (প্রতিনিধী)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা (১৫নং) ইউনিয়ন’র পূর্ব কাজির পাড়ার যুবকদের উদ্যেগে আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।
৪ এপ্রিল ( শুক্রবার) বিকেল ৩টার সময়ে আয়োজিত ফুটবল ম্যাচে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছদাহা পূর্ব কাজির পাড়ার ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব’র সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হোসেন।
আয়োজিত ফুটবল ম্যাচে দু পক্ষের মধ্যে ম্যাচের শুরুতেই ৩নং ওয়ার্ডের বিপক্ষে প্রথম গোলটি অর্জন করে ৭নং ওর্য়াড৷ প্রথম অর্ধের শেষের দিকেই দূর্দান্ত শর্টে ৭নং ওয়ার্ড দ্বিতীয় গোলটি অর্জন করে৷ টানা ২৫ মিনিট খেলায় রেফারির বাঁশিতে প্রথম অর্ধ ম্যাচ শেষ হয়৷ ১০ মিনিটের বিরতির পর দ্বিতীয় পর্ব খেলার শুরুতেই উভয়ের মধ্যে টান টান উত্তেজিত খেলা ২-০ গোলে সমাপ্তি হয়৷
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পূর্ব কাজির পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব’র সভাপতি মোহাম্মদ শাহআলম, সেক্রেটারি মোহাম্মদ শায়ের আহমদসহ অত্র এলাকার গুরিজন৷
খেলার শেষে ম্যান অব দ্যা ম্যাচ,পদক,সেরা খেলোয়াড়, সেরা গোল কিপার, রানার্স আপ ও চ্যাম্পিয়ান ট্রপি প্রদান করা হয়৷