বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
লোহাগাড়া আলোকিত বাংলাদেশ এর উদ্যেগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা৷
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় আলোকিত বাংলাদেশ সংগঠন’র উদ্যেগে সম্প্রীতির লোহাগাড়া গড়ার প্রত্যয়ে লোহাগাড়ার সাংবাদিক ও গুণীজনদের সম্মানে গ্র্যান্ড মাশাবির একটি হল রুমে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র সদস্য সচিব মোহাম্মদ সৃজন সাকিব’র সঞ্চালনায়
ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান ( ইউএনও) ।
২৮মার্চ ( শুক্রবার) ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, আলোকিত বাংলাদেশ চেয়ারম্যান নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নূর মোহাম্মদ বলেন , আলোকিত বাংলাদেশ সংগঠন’র উদ্যেগে সম্প্রীতির লোহাগাড়া (গড়ার) প্রত্যয়ে লোহাগাড়ার সাংবাদিক ও গুণীজনদের সম্মানে ছোট্ট এ আয়োজন না জানি কতঠুকু সম্পূর্ণ করতে পারলাম৷ লোহাগাড়া সকল সাংবাদিক ভাইদের একত্রিত হয়ে কোন বৈষম্য না রেখে কাজ করার আহব্বান ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের লোহাগাড়া উপজেলা শাখার আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুসলিম উদ্দিন,প্রফেসর আব্দুল হামিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক তামিম মির্জা প্রমূখ।