বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট।
মোঃ মিজান সাতকানিয়া ( চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাংলাবাজারে
২৫মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টা সময়ে মাংসের দোকান ও কেরানিহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন , সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
অভিযানের সময় একটি মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় এবং ওজন বৃদ্ধিকরণের উদ্দেশ্যে পানি পুশকরণ এবং অপর দুইটি মাংস ও মুরগির দোকানে মূল্য তালিকা না থাকা ও ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৮০০০ (আট হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাংসের দোকান থেকে কলিজার অংশটি জব্দ করা হয় এবং পরবর্তীতে তা এতিমখানায় দান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।