বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লোহাগাড়ায় ভিক্ষোভ মিছিল
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল করেছে জনসাধারণ ।
২১মার্চ (শুক্রবার) জুমার নামাজ শেষে লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেষ্ট চৌধুরী প্লাজা মাঠে পথসভার মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্যে উপজেলা প্রতিনিধী তানবীর রহমান বলেন,পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নাগরিক কমিটি মো: সাব্বির – মুখ্য সংগঠক, দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মো: সাদমান গাজী- মুখ্য সংগঠক, দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মো: ওয়ালিদ- মুখ্য সংগঠক, দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পিয়াল হাসান, সাইমুন, আবির, তাকিব প্রমূখ।
বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের পতাকা পুড়ে ক্ষোভ প্রকাশ করে লোহাগাড়ার সর্বস্তরের জনতা।