বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অভয়নগরে পায়রা ইউনিয়নে থানা বিএনপি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিদস্যু এনজিএস সিমেন্ট কোম্পানির ছত্রছায়ায় ইয়ার মোহাম্মদ এর বিরুদ্ধে জোরপুর্বক জমি দখলের অভিযোগ সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অর্থনীতিতে ফিশারিজ ডিপার্টমেন্টের অবদানের সুযোগ রয়েছে -সিভাসু উপাচার্য পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

ভূমিদস্যু এনজিএস সিমেন্ট কোম্পানির ছত্রছায়ায় ইয়ার মোহাম্মদ এর বিরুদ্ধে জোরপুর্বক জমি দখলের অভিযোগ

ভূমিদস্যু এনজিএস সিমেন্ট কোম্পানির ছত্রছায়ায় ইয়ার মোহাম্মদ এর বিরুদ্ধে জোরপুর্বক জমি দখলের অভিযোগ

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১৮ই জানুয়ারী ২০২৫

পতেঙ্গা থানাধীন খাল পাড় রোডের দক্ষিণ পাশে এনজিএস সিমেন্ট ফ্যাক্টরীর পশ্চিম পাশে ডেবার পাড়ে প্রতারণা মূলকভাবে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক এনজিএস সিমেন্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে,
ভুক্তভোগী হাসান গংরা জানান, পতেঙ্গা থানাধীন আর এস রেকর্ডীয় মালিক ওয়ারিশ সুত্রে বাবু গোপাল দে বিগত ৮/৯/২০২৩ ইংরেজি তারিখে ১৩২৮৫ নং অপ্রত্যহারযোগ্য আমমোক্তারনামা দলিল করে দেন।
দলিল গ্রহীতা মোঃ নুরুল আমিন প্রকাশ লেদু সওদাগর, মোঃ আবু রাশেদ খান, মোঃ রফিক, মোহাম্মদ হাসান,মোঃ ইমরান-কে বাবু গোপাল দে আমমোক্তার নামা দলিল প্রদান করেন। উক্ত জায়গা আমমোক্তার নামা কারীগন তফসিলের ভোগ দখল করে আসছেন।তফসিলের কিছু সম্পত্তি অন্যজনের নামে রেকর্ড হওয়ায় বি এস, খতিয়ানে সংশোধনের জন্য আদালতের তৃতীয় জেলা যুগ্ম জজ আদালতের অপর মামলা নাম্বার ৩৫/২০২০ ইং দায়ের করেন, যাহা বর্তমানে এলএসটি ৩৮১৫/২০২৪ হিসাবে প্রথম যুগ্ন জেলা জজ আদালতে বিচারাধীন আছে।

এমতঅবস্থায় এনজিএস গ্রুপ ও তাহার কতিপয় সাঙ্গপাঙ্গ তফসিলের সম্পত্তি খরিদ করিবেন বলিয়া প্রতারণার আশ্রয় তফসিলের সম্পত্তি লোকজন নিয়ে অন্যায় ভাবে জবরদখল করে দেওয়াল পিলারের কাজ জোরপূর্বক শুরু করেন।
এই খবর পাওয়ার পর পাওয়ার গ্রহীতা হাসান গং পতেঙ্গা থানায় সাধারণ ডায়রি করেন যাহার ডায়রী নং-৮৭১
হাসান গংরা আরো জানান, তারা তাদের পরিবার সহ বসবাস করাকালীন এনজিএস সিমেন্ট কোম্পানির মালিক ভূমিদস্যু খোকন সাহা, অশোক সাহা তাদের নির্দেশে ইয়ার মোহাম্মদ ও তার সন্ত্রাসী সাঙ্গোপাঙ্গ নিয়ে হাসান গংদের পরিবারের মহিলা সদস্য সহ সবাইকে রাতের আঁধারে মারধর করে ঘর বাড়ি ভেঙে দেয়, এবং তাদের পুকুরের মাছ গোয়ালের গরু আসবাবপত্র সহ সমস্তকিছু লুটপাট করে নিয়ে তাদেরকে ঐ জায়গা থেকে বের করে দেয়। পরবর্তীতে তাদেরকে জায়গার বর্তমান মুল্যে দাম দিবে বলে ইয়ার মোহাম্মদ মধ্যস্থতা করে দিবে বলে প্রতারণার ফাঁদ পাতে। ইয়ার মোহাম্মদ ও লেদু মিয়া,১০/১৫ জনের সিন্ডিকেট করে জায়গার উপর বাউন্ডারির কাজ শুরু করেন।
ভুক্তভোগী পরিবারের ২০/২৫ জন এবং এলাকাবাসীর বক্তব্যে জানা যায়, হাসান গংদের জমি ছাড়াও এলাকার আরো অনেক নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে জানান।

এব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য এনজিএস সিমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।

ভুক্তভোগী পরিবার ও হাসান গংরা তাদের জমি ফেরত পাওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com