বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১৪ই জানুয়ারী
১৪ই জনুয়ারি ২০২৫ সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এস আই মোঃ সোহেল রানার সঞ্চালনায় উক্ত সভায় বিভিন্ন পেশার মানুষ এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, সভায় সভাপতিত্ব করেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রহিম, উপস্থিত ছিলেন সিটিজেনস্ ফোরাম মহানগর কমিটির আহবায়ক ও সদরঘাট থানার সিটিজেনস্ ফোরাম কমিটির উপদেষ্টা মোঃ মশিউল আলম স্বপন। আরো উপস্থিত ছিলেন সদরঘাট থানার সিটিজেনস্ ফোরাম কমিটির সভাপতি মো: সালাউদ্দিন। সদরঘাট থানার সিটিজেনস ফোরাম কমিটির উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন পেশার স্থানীয় লোকজন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন পেশার মানুষ এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্তে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।