শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ডেক্স নিউজ ঃ- ১০ই জানুয়ারি
অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের উদ্বোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল নওয়াপাড়া বাজারে ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের নওয়াপাড়া বাজারস্থ সংগঠনের ইউনিয়নের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাঘার সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল,অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু,নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবর রহমান, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন অভয়নগর থানা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মওলানা মাসুম বিল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।