মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম মহানগর ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সিএমপির বন্দর থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুইজন গ্রেফতার মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, টাকা সহ ২ চোর আটক জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার। এই কিরে তোর ভালোবাসার প্রতিদান,,?? চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী জালাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোরশেদুর রহমান খোকা’গ্রেফতার র‍্যাব-৭ জুয়াড়ি তাহেরের রিক্সার গ্যারেজ থেকে ১৭ জুয়াড়ি আটক নৃত্যের তালে তালে গান গেয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামি মেহেদী হাসান সাগর

মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, টাকা সহ ২ চোর আটক

মন্দিরের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় চুরির টাকাসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

গতকাল ১৭/১০/২৪  সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দেওয়ার জন্য এসে দেখেন যে, মন্দিরের টিনের গেইট খোলা এবং মন্দিরের ভিতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। একপর্যায়ে মন্দিরে প্রবেশ করে জিনিসপত্র খোঁজাখুজি করে দেখতে পান যে, মন্দিরের ভিতরে ০২টি দানবাক্সের ভিতরে রক্ষিত নগদ আনুমানিক ৭০,০০০/- টাকা নাই। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লোকজন মন্দিরের উন্নয়নের জন্য ২টি দানবাক্সে টাকাগুলো দান করেছিলেন। মন্দিরের সিসি ক্যামেরার ভিডিয়ো ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, অজ্ঞাতনামা ০২ জন চোর গত ১৭/১০/২৪ খ্রি. ভোর ০৫.৩৫ ঘটিকার সময় মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মামলা রুজু হলে মামলার তদন্তভার এসআই রবিউল হোসেনের উপর অর্পণ করা হয়।

পরবর্তীতে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়েরর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা, পিপিএম ও কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই রবিউল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহকারে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে আজ ১৮/১০/২৪ খ্রি. রাত ০৪.৩০ ঘটিকার সময় চুরির সঙ্গে জড়িত মোঃ জাহিদুল আলম সানি (২০)-কে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেক্র এবং মোঃ হেলাল (২৪)-কে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে আটক করেন। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা মামলার চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে আসামি হেলালের হেফাজত থেকে নগদ ৪,৩০০/- টাকা এবং জাহিদুলের হেফাজত থেকে নগদ ২০০/- টাকা স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com