শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্তাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ২৯শে সেপ্টেম্বর
সাংবাদিক রাশেদুল ইসলাম কে হেনস্তাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া,পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান’র শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৯ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। অপরাদ বিচিত্র মফস্বল সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্তাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া,পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজানসহ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।
এ সময় ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, আমি বরগুনা উন্নয়ন কর্মকান্ডের তথ্য চাওয়া আমাকে অন্যায় ভাবে অপদস্থ করে মিথ্যা অপবাদ দিয়েছে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া,পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান । আমি সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দীন সঞ্চালনায় ও সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল কাদের রাজু, অর্থ সম্পাদক মো: রাশেদ, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ, আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত মিনহাজ, সহ-অর্থ সম্পাদক মো: এবাদুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার উপদেষ্টা হাসান মামুন, চট্টগ্রাম জেলার সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক বেলাল হোসেন, হেলাল উদ্দীন, আব্দুল মুবিন, মুরাদ, মাজহারুল ইসলাম রানা, আরিফ হোসেন, জহির উদ্দিন, ইসমাই ইমন, মাসুদ, শাহিন আলম সহ প্রমূখ।