রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
নিখোঁজ সংবাদ
মোঃ মনির হোসেন ( ৩৫ ) পিতাঃ- জামাল বেপারী গ্রাম ঃ- ভেলুমিয়া ৫ নং ওয়ার্ড থানা ঃ- ভোলা জেলা ঃ- ভোলা সদর
বর্তমান
মাইলের মাথা, কন্ট্রাক্টর জমির বিল্ডিং, থানা ঃ- বন্দর, জেলা ঃ- চট্টগ্রাম
ইলিশ মাছ ধরার ফিশিং বোর্ডে মাছ ধরতে যেয়ে আজ রাত ১৭ ই আগস্ট মাছ ধরার সময়ে প্রস্তাব করার সময়ে বোর্ড থেকে পড়ে যেয়ে নিখোঁজ রয়েছে। চট্টগ্রাম কোস্ট গার্ডের এম আজিজুর রহমান
পিও,
কনটিজেন্ট কমান্ডার, পতেঙ্গা কে নিখোঁজ সংবাদ দিলে তারা ব্যাবস্থা নিচ্ছেন বলে জানান। তিনি বলেন, আমাদের একটি স্পিড বোট নিখোঁজ ব্যক্তিকে খুজতে কাজ করছে,
কোন ব্যক্তি বা জাল ধরার কোন জেলে তার সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবার নূর নবী – ০১৩২৩৪১৩৯২৪
ও আড়তদার ইরফান উদ্দিন বাপ্পি
মোবাইল ঃ- 01871-217542