রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃ- ৮ই আগস্ট চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক কমিটির উদ্যোগে আজ ৮ আগস্ট বিকালে চেরাগি পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে বাঙালি জাতির মুক্তির পথের দিশারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফয়জলতুন্নেসা মুজিবের ৯৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিটির আহবায়ক মো : কামাল উদ্দিনের সভাপতিত্নে আয়োজিত এই অনুষ্ঠানে বঙ্গমাতার জীবনের নানা দিক তুলে ধরেন মো. কামাল উদ্দিন, স ম জিয়াউর রহমান, সংগীত শিল্পী এস কে দাশ, এস এম ফরহাদ আলী, মুজিবুর রহমান, শওকত আলী, এস এম আকাশ, ইব্রাহিম, মোহাম্মদ শাহ নেওয়াজ, সেলিম চৌধুরী, আনোয়ার আলী, মোহাম্মদ সোহেল, জাহিদুল ইসলাম, লিটন, মোহাম্মদ রিপন, জমির উদ্দীন প্রমুখ।
আলোচনা সভার পর এক দোয়া মাহফিলে কোরআন পাঠের মাধ্যমে বঙ্গমাতার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।