রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ ও ১লক্ষ ৭০ হাজার টাকা নিলাম
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
সামুদ্রিক মৎস্য আইন ২০২০ উপধারা (২) মোতাবেক সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ০৭.০৭.২০২৪ খ্রি. তারিখে জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম কর্তৃক পতেঙ্গা মুসলিমাবাদ ঘাট এলাকায় নৌপুলিশ ও কোস্টগার্ড এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ জনসম্মুখে ১ লক্ষ ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এছাড়াও ৫০ ক্যান বরফ ডিজেল দিয়ে বিনষ্ট করা হয়।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব শ্রীবাস চন্দ্র চন্দ এঁর নেতৃত্বে অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(কর্ণফুলী জোন), সিএমপি জনাব আসিফ মাহমুদ গালিব, অফিসার ইনচার্জ, পতেঙ্গা মডেল থানা জনাব মো: কবিরুর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, সীতাকুন্ড জনাব মোঃ কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরীপ কর্মকর্তা জনাব মো: মাহবুবুর রহমান, সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক জনাব মো: জাকির হোসেন এবং বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন সেকশন, পিও জনাব এম এ আজিজ।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ চলাকালীন সময় পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।