সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
নীলফামারীতে সড়ক পারাপারে শিশুর নির্মম মৃত্যু,,!!
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে মটর সাইকেলের ধাক্কালেগে তাপষ রায় নামে আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার ৪ জুলাই দুপুরের সময় পাংঙ্গামটুক পুড় ইউনিয়নের মনিরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাপষ ঐ ইউনিয়নের সাত নং ওয়ার্ড এর
মনিহারী পাড়া এলাকার প্রদিপ রায়ের ছেলে,সে ব্র্যাক স্কুলে তৃতীয় শ্রেণীতে ছাত্র ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় আনুমানিক দুইটার সময় ঋন (লোন) নেওয়া জন্য তাপস তার মায়ের সাথে ভ্যানেকরে ব্র্যাক অফিসের দিকে যাচ্ছিল,অফিসের সামনে ভ্যান থেকে নেমে দৌড় দিলে এমন সময় একটি মোটরসাইকেল এসে তাকে স্বজোরে ধাক্কা দিলে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয় তাপষ।পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য মেডিকেলে নিয়েগেলে সেখানকার চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন
রয়েছে। চালক চিকিৎসাধীন,মোটরসাইকেল টি থানায় আনা হয়েছে।