সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
নীলফামারীতে এনটিভির জন্মদিন পালন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য আয়োজন শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি’র ২২বছরে পদার্পন উপলক্ষে জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (৩জুলাই) সকাল সাড়ে ১০টায় এনটিভির নীলফামারী জেলা প্রতিনিধি ডোমার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করে।
নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে এনটিভি নীলফামারী জেলা প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, সহসভাপতি ও যমুনা টিভি প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বন্ধন জেনেটিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।