শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
সিএমপির বাকলিয়া থানার অভিযানে ট্রাকভর্তি চোলাইমদসহ তিনজন মাদকব্যবসায়ী গ্রেফতার।
সিএমপি মিডিয়া ঃ চট্টগ্রাম
বাকলিয়া থানার অভিযানে ট্রাকভর্তি চোলাইমদসহ তিনজন মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে বলে জানা গেছে, সিএমপি সুত্রে জানা গেছে
গত ২৬/০৬/২৪ খ্রি. ভোর ০৪.১৫ মিনিটের সময় সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) নূরে আল মাহমুদের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বাকলিয়া থানাধীন নতুন ব্রিজসংলগ্ন মারছা কাউন্টারের সামনে চেকপোস্ট পরিচালনা করে আসামি
মোঃ আব্দুস সালাম @ ছালাম (৩৫) মোঃ রিসাদ @ রিশাত @ রিশাদ (২৫), মোঃ শাকিল (২৪)-দের হেফাজত থেকে ক) একটি ISUZU কোম্পানির ডাম্পার ট্রাক ও ট্রাকে ভর্তি খ) ২,০০০ (দুই হাজার) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধারপূর্বক আসামিদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।