শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
নীলফামারীর ডোমারে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি:
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। ৮ ই জুন হতে ১৪ ই জুন পর্যন্ত ভুমিসেবা সপ্তাহ চলবে।
শনিবার(৮জুন) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস এবারে তাদের নিজস্ব ভুমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের আয়োজন করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি প্রধান অতিথি হিসেবে ভুমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার মুখোপাধ্যায়,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুরননবী বক্তব্য প্রদান করেন।
এছাড়াও গণ মাধ্যমকর্মী,ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা,সেবা গ্রহীতা, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ ভূমিসেবা সপ্তাহে অংশ গ্রহন করেন।
এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি তার স্বাগত বক্তব্যে বলেন,এখন ঘরে বসেই স্মার্ট ভূমিসেবা পাওয়া যায়। এতে দূর্নীতি হওয়ার কোন সুযোগ থাকে না।