রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
হালিশহর থানা, সিএমপি কর্তৃক আবাহনী মাঠের পাশের ক্লাবে বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ কার্ড বিশিষ্ট পাঁচ বান্ডিল জুয়ার তাস এবং নগদ ৭৫৫০/- টাকা সহ ২২ জন আসামীকে গ্রেফতার৷ করেছে।
সিএমপি মিডিয়া ঃ চট্টগ্রাম
সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার এর তত্ত্বাবধানে, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদ এর নেতৃত্বে এসআই/মোহাম্মদ কহিনুর ইসলাম, সঙ্গীয় এসআই/মোবিনুল ইসলাম, এএসআই/কামরুজ্জামান পাটোয়ারী, এএসআই/সাদ্দাম হোসেন, এএসআই/বেলায়েত হোসেন, সর্ব কর্মক্ষেত্রের ঠিকানা-হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রামদের সহায়তায় ০৬/০৬/২০২৪ তারিখ রাত অনুমান ১:১০ ঘটিকার সময় হালিশহর থানাধীন আবহনী ক্লাবের পশ্চিম পাশে নুর উদ্দিনের দোকানের পিছনে রুমের ভিতর বিষেশ অভিযান পরিচালনা করে নগদ ২১০০/- টাকা এবং ৫২ কার্ড বিশিষ্ট তিন বান্ডিল তাস সহ উদ্ধার পূর্ব আসামী ১। মোঃ ইমরান (২৮), ২। মোঃ ফারুক (৩৫), ৩। নুুরুল ইসলাম(৩৬), ৪। আবুল বশর (৪৫), ৫। শফিউল ইসলাম(৫০), ৬। আবুল খায়ের(৭০), ৭। মাসুদ পারভেজ(৬০), ৮। রবি উল্ল্যাহ (৩৫), ৯। মোঃ মফিজ (৩৫), ১০। আব্দুর ছালাম(৩৫), ১১। আব্দুর রহমান(২৮), ১২। সামছুল হক (৪৫), ১৩। মোঃ হারুন (৪৭), ১৪। আব্দুল রহিম(২৪), ১৫। মাহফুজুর রহমান (৫৩), ১৬। মোঃ সেলিম(৩৫), ১৭। রুবেল রানা (৩২), ১৮। মোঃ জয়নাল আবেদীন প্রঃ রাসেল (২৭), ১৯। মোঃ হাসান (২২), ২০। শ্রীধাম দাস(৪০), ২১। জহিরুল ইসলাম(৪০), ২২। মোঃ জাফর (৫২)’দেরকে হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা সিএমপি’র হালিশহর থানা এলাকার স্থায়ী/অস্থায়ী বাসিন্দা। উপরক্ত আসামীগণ ০৬/০৬/২০২৪ইং তারিখ রাত অনুমান ০১:১০ ঘটিকার সময় হালিশহর থানাধীন আবহনী ক্লাবের পশ্চিম পাশে নুর উদ্দিনের দোকানের পিছনে রুমের ভিতর জুয়া খেলার অপরাধে বাদী সঙ্গীয় অফিসারের সহায়তায় সিএমপিও ৯৪ ধারায় এবং একই আইনের ১০৩ ধারায় গ্রেফতার করে। উক্ত ঘটনায় এসআই/মোহাম্মদ কহিনুর ইসলাম, হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রাম বাদী হয়ে গ্রেফতারকৃত ধৃত উপরোক্ত সকল আসামী’দের বিরুদ্ধে হালিশহর থানার অধর্তব্য মামলা নং-১৯৯/২৪, তারিখ-০৬-০৬-২০২৪ ইং, ধারা-সিএমপিও-৯৪, সিএমপিও ১০৩ রুজু হয়।