সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
স্কুল ছুটি শেষে বাড়িফেরা হলোনা সুফিয়া বেগমের,স্বামীও হাসপাতালে।
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধি
স্কুল ছুটি শেষে বাড়ি ফিরতে গিয়ে নীলফামারীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম নামে,(৪৫)এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল হাই (৪৮) মোটরসাইকেল চালক আশংকা জনক অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার ৬ জুন বিকালে সদর উপজেলা ইটাখোলা ইউনিয়নের সিংদই বসুনিয়াপাড়া ময়দান পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম সদর কচুকাটা ইউনিয়নের
ঘোনপাড়া গ্রামের আব্দুল হাই স্ত্রী ও কচুকাটা
দ্বি মুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইংরেজি বিষয়ের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,স্কুল ছুটি শেষে একটি মোটরসাইকেলে স্বামী স্ত্রী নিজ বাড়িতে ফিরতে ছিল, সে সময় রোডে জেলার জলঢাকা থেকে ছেরে আসা একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে সুফিয়া বেগম নিহত হন।স্থানীরা তার স্বামীকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। স্থানীয় জনতা ট্রাকটি (নং-১৫৫৭৪০)আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।চালক মোঃ রাসেল কে (৩৪) আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। ট্রাকটি থানায় আটক আছে।