শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
নীলফামারীতে হরিনাম যজ্ঞানুষ্ঠানে ২ জনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে হরিনচড়ায় শ্রী শ্রী হরিনাম সংকির্তন অনুষ্ঠানে দুই ব্যক্তির মৃত্যু হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।চব্বিশ বছর বয়সী স্বপন চন্দ্র রায় নামে একজন,অপরজন (৬৫)বছর বয়সী জীতেন দাস্।
সোমবার(৩ জুন) রাতে নীলফামারী ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের জেলেপাড়া (দাসপাড়া) ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন সোনারায় ইউনিয়নের ডুগডুগী বড়গাছা পুকুরপাড় এলাকার সনাতন
রায়ের ছেলে স্বপন চন্দ্র রায়, অপরজন ডিমলা
নাউতারা ইউনিয়নের উত্তর আকাশ কুড়ি গ্রামের কার্তিক দাসের ছেলে জিতেন দাস্।
স্থানীয় সুত্রে জানাযায় বিদ্যুৎ লোডশেডিং কারনে জেনারেটর লাইনের তার সংযোগ দিতে যায় স্বপন।সংযোগ দিতেই বিদ্যৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।পরে প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বপন,হরি নাম-সংঙ্কীর্তন অনুষ্ঠানে ভারায় জেনারেটর মিস্ত্রী হিসেবে কর্মরত ছিল। স্বপনের ঘটনা দেখে হরিনাম সংকীর্তন শুনতে আসা ব্যাক্তির পেশার বেরে মাটিতে পরে যায়।পরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে সেখান কার চিকিৎসক রুগির অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেল পাঠিয়ে দেন। পরে চিকিৎসারত অবস্থায় রাত নয়টার দিকে জীতেন দাস্ও মৃত্যু বরন করেন। এমন মৃত্যুর ঘটনায় হরিনাম যজ্ঞানুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
এ বিষয়ে যানেতে চাইলে ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন
আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিদ্যুত পৃষ্ঠের ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে,অপরটি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।