সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে ওরিয়েন্টশন ও মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
নীলফামারীতে এডুকেশন স্পন্সরশীপ প্রজেক্ট
সরস্বতীপু একাডেমীর আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৪৮ জন শিক্ষার্থীদের মাঝে ওরিয়েন্টেশন ও মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার ২০ মে নীলফামারী দেবীরডাঙ্গা লুথারেন চার্চে জেলা শিক্ষা অফিসার মোঃ
হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নীলফামারী ৩ নং ওয়ার্ড এর পৌর কাউন্সিলর মোঃ ময়নুল ইসলাম,জেলা খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি মাইকেল আন্দ্রিয়।আরো ছিলেন প্রতিষ্ঠানের ট্রেজারার প্রফুল্ল্য রায়,এ্যাডমিনিষ্ট্রেটর রেভাঃ দ্বীজেন রায়,কো-অর্ডিনেটর জিতেন ঝৃশি সদস্য রেভাঃ কমল রায়,মনিকা রায় ও প্রতিম রায় প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী ও ভালো মানুষ হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন অতিথি বৃন্দ।