শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
আকবর শাহ্ থানার অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার একজন।
সিএমপি মিডিয়া ঃ চট্টগ্রাম
আকবর শাহ্ থানার অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার একজনকে গ্রেফতার করেছে।
সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার
নিহাদ আদনান তাইয়ান এর দিক-নির্দেশনায়,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মঈনুর রহমানের তত্ত্বাবধানে, আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানীর নেতৃত্বে আকবর শাহ্ থানার এসআই (নি.) সুজন কুমার আচার্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট-৪৪ (দিবা) ডিউটি করাকালীন আকবরশাহ্ থানাধীন সিটি গেইটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে আলমাস পরিত্যক্ত ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে গত ১৩/০৫/২০২৪ তারিখে ৫:২০ মিনিটের সময় আসামি হামিদ উল্লাহ (৩১)-কে আটক করেন। আটকের পর উপস্থিত স্বাক্ষীদের সামনে দেহ তল্লাশিপূর্বক আসামি হামিদ উল্লাহর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি কালো রঙের পলিথিনের ভিতর কালো স্কচট্যাপ দ্বারা মোড়ানো ৫ (পাঁচ) টি বায়ুরোধক নীল রঙের পলিথিনের জিপারের ভিতর প্রতি প্যাকেটে ২০০ পিস করে
(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিতিদের সামনে এসআই (নি.) সুজন কুমার আচার্য গত ১৩/৫/২০২৪ তারিখ ৫.৫৫ মিনিটে জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিএমপি প্রেস বিজ্ঞপ্তিতে।