শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ আহত -২
ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম
পতেঙ্গা মড়েল থানাধীন আউটার রিং রোডে মটর সাইকেল দুর্ঘটনায় ১ জন পথচারী নিহত ও চালকসহ ২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে গত ৩/০৫/২০২৪ তারিখ ৬টা ২০ ২০ মিনিটে পতেঙ্গা মড়েল থানাধীন আউটার রিং রোডে ফৌজদারহাট গামী রাস্তায় খেজুরতলা এলাকায় মোটরসাইকেল
চট্ট মেট্টো ল- ১৮-৯৫৬২ এর চালক আবু হেনা মাহমুদ ২৬ দুইজন পথচারীকে মিনহাজ উদ্দিন (৩৬) ও ফাতেমা আক্তার মনি(২২) কে
বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়,
এবং ছিটকে পরে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, মোটরসাইকেল চালকসহ ৩ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পরবর্তীতে জানাজায়, মিনহাজ উদ্দিন (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
ফাতেমা আক্তার মনি (২২) চমেক হাসপাতালে চিকিৎসারধীন আছে।
এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা পতেঙ্গা থানায় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানা সুত্রে।