শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
ডোমার বহুমুখী বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধি
নীলফামারীর ডোমারে বহুমুখী উচ্চবিদ্যালয়ের একশত বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ও ম্যানেজিং কমিটি।
সোমবার ২৯ এপ্রিল ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিদ্যালয় হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন
করে।
এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম,আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান
সুমন, কমিটির আহব্বায়ক সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য উজ্জ্বল কাঞ্জিলাল,মামুনূর রসিদ বসুনীয়া সজীব,বেলাল হোসেন,সহকারী শিক্ষক মেহেরুল হোসেন সহ প্রাত্তন শিক্ষার্থীগন।
লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক রবিউল আলম
বলেন ১৯১৯ সালে ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।প্রাত্তন অগণিত ছাত্রের বৌরবের রয়েছে অনেক ইতিহাস। বিদ্যালয়ের শত বছর পূর্তি উদযাপনকে স্বরনীয় করে রাখতে নেয়া হয়েছে নানা কর্মসুচী, প্রাত্তন ও বর্তমান ছাত্রের
সম্মন্বয়ে মিলন মেলা,র্যালী,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,মধ্যাহ্ন
ভোজন,স্বরনিকা প্রকাশ। উদযাপন উপলক্ষে
চলছে বর্তমান ও প্রাত্তন ছাত্রদের তিন ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন, ১৯১৯ সাল থকে
২০১৫ সাল পর্যন্ত ছাত্রদের এক হাজার টাকা,
২০১৫ হতে ২০১৮ সালের ছাত্রদের সাতশত টাকা, ২০১৯ সাল হতে বর্তমান ছাত্রদের পাঁচশত টাকা ফি নির্ধারন করা হয়েছে। অন্যতম ধর্মীয় উৎসব আগামী ঈদুল আযহার তৃতীয় দিনে শতবর্ষ পূর্তি উদযাপন করা হবে।