শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকের মৃত্যু,,!
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১৬ ই এপ্রিল
সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পতেঙ্গা থানা পুলিশ।
থানা সুত্রে জানাগেছে,
১৬/০৪/২০২৪ তারিখ ১২:৫০ মিনিটের সময় পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়া ঘাট এলাকায় রিং রোড এর পাকা রাস্তার উপরে একটি কালো রঙের পাজারো গাড়ি বেপরোয়া গতিতে চালানোর ফলে গাড়িটি রোড ডিভাইডার এর সাথে দ্রুত গতিতে ধাক্কা লেগে কয়েকটা পাল্টি খায়, এসময়ে গাড়িতে থাকা তিনজন আরোহীর একজন ঘটনাস্থলে নিহত হয় এবং অপর দুজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের না পেয়ে জানতে পারে মৃত মহিলাটি একজন বিদেশী নাগরিক।
মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পরবর্তীতে প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে থাকা মৃত মহিলাটি চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটির বিদেশি ছাত্রী এবং সে লাওসের অধিবাসী। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানািয়েছেন পতেঙ্গা থানা।