শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
ডোমারে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রোববার(১৪ এপ্রিল)২০২৪ নীলফামারী ডোমারে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ডোমার উপজেলা প্রশাসন সকাল দশটায় ডোমার নাট্যসমিতি স্থান হতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম (পিপিএএ) এর নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি বেরহয়ে ডোমার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে স্বাধীনতা চত্তরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার থানা অফিসার ইনচার্জ মহসিন
আলী, বীর-মুক্তিযোদ্ধা নুরুন নবী,নীলফামারী জেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সহ-সভাপতি খায়রুল আলম বাবুল প্রমুখ।আরো ছিলেন শিক্ষক,সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
মঙ্গল শোভাযাত্রায় এবারে পাঁচটি মোটিভ স্থান
পেয়েছে।এগুলোহল
পাখী,হাতি,ভোঁদর,ফুলহাতে শিশুর পুতুল এবং চাকার মধ্যে চোখ নিয়ে একটি ভিন্ন রকম শিল্প কর্ম। একই সংঙ্গে শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ পেঁচা,ঘোড়া,পুতুল,মহিশের গাড়ি,পালকী বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি প্রদর্শন করা হয়।
বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম উপজেলার সকল সরকারি,বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ ডোমার বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।