শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
নীলফামারীতে অটোভ্যানে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
ব্যাটারি চালিত চলন্ত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন ময়দান পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাবেয়া ঐ ইউনিয়নের তেলীপাড়া গ্রামের
সবুজ মিয়াঁর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায় মীরগঞ্জ বাজর হতে চলন্ত ব্যাটারি চালিত অটোভ্যানে করে বাড়িতে আসতেছিল রাবেয়া। বেরুবন ময়দান পাড় পৌছালে অসাবধানতা বসত তার গলাড় ওড়না চাকায় জরিয়ে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আঘাত হন রাবেয়া। পড়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়েগেলে সেখান কার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।,
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।