শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
পতেঙ্গা মডেল থানাধীন নেভাল সংলগ্ন ওয়াটার বাস টার্মিনাল এর পাশে কর্ণফুলী নদীর কিনারে পানিতে ভেসে আসা আব্দুল জলিলের অর্ধ গলিত লাশ উদ্ধার।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
পতেঙ্গা মডেল থানাধীন নেভাল সংলগ্ন ওয়াটার বাস টার্মিনাল এর পাশে কর্ণফুলী নদীর কিনারে পানিতে ভেসে আসা আব্দুল জলিলের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ।
আজ ৩০/০৩/২০২৪ তারিখ সকাল ০৯.৫০ মিঃ পতেঙ্গা মডেল থানাধীন বাটারফ্লাই মোড় সংলগ্ন ওয়াটার বাস টার্মিনাল এর পূর্ব পাশে কর্ণফুলী নদীর কিনারে রাস্তার পাশে এলাকার লোকজন একটি ভাসমান লাশ দেখে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহটি পানি থেকে উপরে উঠায়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা জানান।
যে গত ইং ২৮/০৩/২০২৪ তারিখ দুপুর ১.৩০ টার সময় বেওয়ান এর সঙ্গে বাধা একটি বোটে আগুন লাগলে উক্ত বোর্ডের কয়েকজন লোক আহত হয় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে তার মধ্যে ১ জন লোক জনৈক আব্দুল জলিল (৪০) নিখোঁজ ছিলেন নিখোঁজের পর থেকে ভিকটিমের বড় ভাই আব্দুল আজিম সহ অন্যান্যরা নেভালে কর্ণফুলী নদীর আশেপাশে ভিকটিমকে খোঁজাখুঁজি করেন এবং আজকে সনাক্ত করেন উক্ত ভিকটিম তার ছোট ভাই।তিনি আরো জানান উক্ত ভিকটিম পুড়ে যাওয়া বোটে মাছ ধরার জেলে ছিলেন । লাশের সুরতহাল প্রস্তুত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।