রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।
ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া
২৫ মার্চ ২০২৪ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সিএমপি ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। এসময় গরিব দুঃখীদের হাতে সরাসরি ইফতার সামগ্রী তুলে দেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির অহিদ সিরাজ স্বপনসহ সম্মানিত সদস্যবৃন্দ।