শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
ডোমারে ভাইস চেয়ারম্যান পদে দীলিপ কুমার মুখোপাধ্যায়ের মতবিনিময়
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
আগামী ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী দীলিপ কুমার
মুখোপাধ্যায় তার নিজ বাড়িতে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (২৪ মার্চ) বিকেলের দিকে হরিনচড়া
ইউপি চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে
শিক্ষক হরিপদ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় জোরাল বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা
ইন্দ্রমোহন রায়,প্রফুল্ল চন্দ্র রায়,জগেন্দ্র নাথ রায়,আরো বক্তব্য রাখেন হরিনচড়া ইউনিয়ন শাখা মৎসজীবি লীগের সভাপতি ফিরোজ আল মামুন,স্বেচ্ছা সেবক লীগের সংগ্রামী সভাপতি প্রদীপ চন্দ্র রায় (শিক্ষক),তরণিবাড়ী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন হরিনচড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গসং
গঠনের নেতাকর্মী ও সম্মানীত হরিনচড়া ইউনিয়ন বাসী।সভায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বলেন সব-ভেদাভেদ ভুলেগিয়ে দীলিপ কুমার মুখোপাধ্যায় কে উপজেলা
পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করতে হবে এর কোন বিকল্প নেই। সভায় আসা শত শত জনতা ঐক্যমত পোষন
করেন।