শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
ট্রেনের ইঞ্জিনে সেলফি তোলার চেষ্টা প্রান হারাল যুবক
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী প্রতিনিধিঃ
ট্রেনের ইঞ্জিনে সেলফি তোলার চেষ্টা করতে গিয়ে নীলফামারীর সদরে মামুন ইসলাম(২০)
নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মামুন ইসলাম নীলফামারী পৌর এলাকার প্রগতি পাড়ার মৃতঃ আব্দুল মালেকের ছেলে।
এমন করুন ঘটনাটি বৃহস্পতিবার (৭ই মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে নীলফামারী রেলস্টেশন সরকারপাড়া স্থানে ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ঘটনার সময় রেললাইন
দিয়ে হাটতেছিল মামুন ইসলাম।এ সময় চিলাহাটি থেকে ছেরে আসা রেল লাইন দিয়ে পার্বতীপুরের অভিমুখে একটি ট্রেনের ইঞ্জিন যাচ্ছিল। সে সরেগিয়ে তার হাতে থাকা
মোবাইল দিয়ে ট্রেনের ইঞ্জিনে সাথে সেলফি তোলার চেষ্টা করলে ইঞ্জিনের ধাক্কায় সিটকে পড়ে ঘটনা স্থলেই মারাযায়।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোন
অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।