শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
এস আলম রিফাইন্ড সুগার মিলের আগুন সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণ হয়নি।
সোমবার বিকাল ৪টার দিকে মিলের ১ নম্বর গুদামে এ আগুন লাগে, যেখানে এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল বলে দাবি করা হয়।
কোনো স্থাপনায় আগুন লাগার ক্ষেত্রে নিয়ন্ত্রণে আসার অর্থ হচ্ছে সেটি আর ছড়াচ্ছে না। এরপর স্থাপনার ভেতর-বাইরে তল্লাশি চালিয়ে কোথাও আগুন না পেলে পুরোপুরি নির্বাপনের ঘোষণা দেওয়া হয় ফায়ার সার্ভিসের তরফ থেকে।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের একাধিক ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। শেষ পর্যন্ত ১৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে
এর আগে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, “গোডাউন ভর্তি র সুগার ছিল। পাঁচতলা ভবনের মতো উঁচু গোডাউনটির আগুন নিয়ন্ত্রণে না আসলেও অনেকটাই কমে এসেছে।”
আগুনে কোনো হতাহত নেই দাবি করে তিনি বলেন, “আশেপাশের স্থাপনাগুলোতে আগুন ছড়ানো ঠেকানো গেছে।”
কর্ণফুলী থানার মইজ্জারটেক সংলগ্ন ইছাপুর এলাকায় ১১ মেগাওয়াটের এস আলম পাওয়ার প্লান্টের পাশেই এস আলম রিফাইন্ড সুগার মিলটি অবস্থিত। পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ দিয়েই চিনি কারখানার উৎপাদন কার্যক্রম চলে।
এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, “এস আলম সুগার মিলের গোডাউনে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
সুগার মিলের একজন কর্মকর্তা বলেন, “গোডাউন-১ এ এক লাখ টনের মতো র সুগার ছিল। পাশের স্থাপনা এবং পাওয়ার প্ল্যান্টে আগুন ছড়ায়নি।”
সুগার মিল ও পাওয়ার প্ল্যান্ট মিলিয়ে কর্মী সংখ্যা এক হাজারের মতো বলে জানান তিনি।
দুইদিন আগে নগরীর বাকলিয়া এক্সেস রোডের কাছে এস আলম গ্রুপের নির্মাণাধীন একটি কোল্ড স্টোরেজে আগুন লেগেছিল।