রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
নীলফামারীতে লেপ্রসি মিশনের অধিপরামর্শ সভা অনুষ্টিত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে কুষ্ঠ ও ফাইলেরিয়া রোগীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অধিপরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ শে ফেব্রুয়ারি)দুপুরের দিকে
উপজেলার হরিনচড়া ইউনিয়ন পরিষদ ভবন হলরুমে নর্থ-ওয়েষ্ট বাংলাদেশ আল্ট্রা-পভার্টি
ইনিশিমেটিভ প্রজেক্ট (নিউপিপি)এ সভার আয়োজন করে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নিউপিপি)এর পার্সোনাল এ্যাডভাইজার টমাস্ রায়(সিবিআরএম)প্রজেক্ট অফিসার প্রদীপ কুমার রায়। আরো ছিলেন প্রজেক্টের খুজে খুজে নির্নয় করা কুষ্ঠ ও ফাইলেরিয়া রুগী ও সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা সহ গ্রামপুলিশ বৃন্দ।
অনুষ্ঠানে প্রজেক্ট এ্যাডভাইজার টমাস রায় তার বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ভুক্তভোগী এই পরিবার গুলোর আয় বৃদ্ধি মুলক প্রকল্প গ্রহন করাসহ এককালিন আর্থিক সহযোগীতা,উক্ত পরিবারের ছেলেমেয়ে দের পড়ালেখার খরচ,ঘড় মেরামত ও রেশন ব্যবস্থা,ট্রাই সাইকেল এর ব্যবস্থা করেদেয়া সহ সমাজে মর্যাদা নিয়ে বসবাসের জন্য বিভিন্ন ভাবে আমরা কাজ করে যাচ্ছি। হরিনচড়ায় ভুক্তভুগী ২৯ টি পরিবারের মাঝে এ সুবিধা প্রদান করা হবে।