শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
১০১ বোতল বিদেশি মদ,একটি কালো রঙের জীপ গাড়ি সহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম
১০১ বোতল বিদেশি মদ,একটি কালো রঙের জীপ গাড়ি সহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সিএমপির এক প্রেস রিলিজ যানাগেছে,
মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসাঃ সাদিরা খাতুন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ টিমের অফিসার ও ফোর্স ১৪/০২/২০২৪ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিএমপির খুলশী থানাধীন ওয়ার্লেস মোড় এবং হাবিব লেইন থেকে আসামী মো:কামাল হোসেন @ টিটু(৩৬),মো: ইলিয়াস (৪৬),মো: নাসির(৪৫) ও মো: নওশাদ হোসেন (৬২) কে ১০১(একশত এক) বোতল বিদেশি মদ এবং মদ বহন কাজে ব্যবহৃত একটি জীপ গাড়ি সহ হাতে নাতে গ্রেফতার করে।
আসামিদের বিরুদ্ধে সিএমপির খুলশী থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।