শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ৪ টি মোটরসাইকেল উদ্ধার অভয়নগরে আরাফাত রহমান কোকো স্বৃগি ফুটবল ট্রুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড কলসি দীঘির পাড় শাখা জিয়া জাগরণ পরিষদ এর শুভ উদ্ভোধন আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ।

দেশের প্রথম বাণিজ্যিক ভেহিকেল মার্কেট প্লেস ‘গাড়ি মেলা’র যাত্রা শুরু

দেশের প্রথম বাণিজ্যিক ভেহিকেল মার্কেট প্লেস ‘গাড়ি মেলা’র যাত্রা শুরু

মোঃ এরশাদ আলী ঃ- চট্টগ্রাম

পূর্ব মালিকানাধীন বা সেকেন্ড-হ্যান্ড বাণিজ্যিক যানবাহন ক্রয়-বিক্রয়ের অনলাইন বিডিং প্ল্যাটফর্ম ‘গাড়ি মেলা’ চালু হয়েছে। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য দেশের বাণিজ্যিক গাড়ির বাজারকে নতুনভাবে সংজ্ঞায়িত করা। যা ব্যক্তি বা ব্যবসার জন্য স্বচ্ছ, দক্ষ ও সুলভ মূল্যে প্রদান করবে।

গাড়ি মেলা’র স্বচ্ছ বিডিং প্রক্রিয়া ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য ন্যায্যতা ও আস্থা নিশ্চিত করে প্ল্যাটফর্মে রয়েছে বাণিজ্যিক যানবাহনের বিস্তৃত সমাহার। সকল গাড়ির স্পষ্ট ছবি ও তথ্য সম্ভাব্য ক্রেতাদের নিকট প্রদর্শন করা হয়। ফলে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় থাকে এবং ক্রেতারা তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী গাড়ি কিনতে পারেন।

‘গাড়ি মেলা’র বাণিজ্যিক যানবাহনের বিস্তৃত পরিসর দেশব্যাপী ব্যবসায়ী, ফ্লিট ম্যানেজার এবং পরিবহন কোম্পানির বিভিন্ন চাহিদা পূরণে সক্ষম। এসএমই থেকে শুরু করে বড়-বড় কর্পোরেশনের যানবাহন ক্রয়-বিক্রয় সংক্রান্ত সমাধান সহজে পাওয়া যাচ্ছে এ প্ল্যাটফর্মে। যা ব্যবসাগুলোকে তাদের ফ্লিট ম্যানেজমেন্ট আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করে।

ক্রেতারা চাইলে এককভাবেও ‘গাড়ি মেলা’র ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস এবং যাচাইকৃত বিস্তর তালিকা থেকে চাহিদা মতো পছন্দের গাড়ি কিনতে পারবেন। ফ্লিট ম্যানেজারদের দ্রুত ও কার্যকরভাবে তাদের ফ্লিট আপগ্রেড করার ক্ষেত্রেও গাড়ি মেলা বিশেষ সহায়ক।

‘গাড়ি মেলা’র সিইও বলেন, “গাড়ি মেলা কেবল একটি প্ল্যাটফর্মই নয়, এটি একটি গেম-চেঞ্জার। আমরা বাণিজ্যিক যানবাহনের বাজারে সকল স্টেকহোল্ডারদের একটি নির্বিঘ্ন ও নিরপেক্ষ অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন ও অগ্রগতি বাস্তবায়বনে সর্বদা স্বচেষ্ট।”

‘গাড়ি মেলা’র সিওও বলেন, “গাড়ি মেলা এমন একটি প্ল্যাটফর্ম, যা বাণিজ্যিক যানবাহনের অগোছালো মার্কেটকে সুসংগঠিত করতে সাহায্য করবে। একইসাথে, এটি বাণিজ্যিক যানবাহন ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সময়-সাশ্রয়ী এবং লাভজনক হবে।”

‘গাড়ি মেলা’ গাড়ির হিস্ট্রি রিপোর্ট, ইন্সপেকশন এবং কাগজপত্র পরীক্ষা করে পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে সকল যানবাহন তালিকাভুক্ত করে। যাচাইকরণের এই প্রতিশ্রুতি ক্রেতাদের আস্থা বাড়ায় এবং সেকেন্ড-হ্যান্ড বাণিজ্যিক গাড়ির বাজারে আধিপত্য বিস্তারে ‘গাড়ি মেলা’র অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com