শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
ডোমার হরিনচড়ায় কম্বল বিতরণ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে হরিনচড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয় শ্রমিকলীগ হরিনচড়া ইউনিয়ন শাখা।
রবিবার ২৮ শে জানুয়ারি উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামে বিকেল বেলা অসহায় শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে হরিনচড়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র রায়,জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আল আমিন ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তি আতর আলী প্রমুখ উপস্থিত
ছিলেন।
কম্বল পেয়ে ৭০ বছর বয়সী বিধবা মালতী রানী বলেন মনভরে তোমাক আশীর্বাদ করিম বাবা এই শীতে মোক বাছাইলেন। মালেকা ও জাহেদা বেগম বলেন স্বামী নাই,বিধবা ভাতায়
বহুকস্টে জীবন চলে, ছেলেও দ্যাখেনা, এই ঠাণ্ডায় রাইতে শ্বরির কাপি ওঠে ঘুম আইসেনা। রাইতে আজি ভালো ঘুম হবে। আল্লা ভালো করুক তোমার। কম্বল পেয়ে এ ভাবেই মনের অভিব্যক্তি ব্যক্ত করেন।