রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
ডোমারে দুর্ধর্ষ ৫ দোকান চুরি
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সদর ইউনিয়ন সোনারায় বাজারে পাঁচ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। চোরেরা
দোকান ঘরের চালার টিন কেটে একলক্ষ উপরে নগদ ক্যাশ টাকা,২টি বাটাম মোবাইল সেট,২ বান্ডিল বেনসন ও ২ বান্ডিল গোল্ডলিফ সিগারেট,১৯ টাকা মুল্যের একশো মিনিট কার্ড রাতের আধারে চুরি করে নিয়ে গেছে চোরের দল।
জানাগেছে সাম্রতি উপজেলার ডোমার সদর ইউনিয়ন সোনারায় বাজারে রাত আরাইটা
হতে তিনটার দিকে রেদোয়ান গার্মেন্টস দোকানের মালিক প্রোঃরফিকুল ইসলামের বিক্রির ক্যাশে রাখা ৩৭ হাজার টাকা ও সাকিল টেলিকম এর মালিক মমিনুরের দুইটি বাটম মোবাইল সেট, বিক্রির১২ হাজার টাকা,মুদি ও ফিড দোকানদার জাহানুর আলমের ৩০ হাজার টাকা, মুদি দোকানদার হাবিবুর রহমান দোকানের ঔষধ ও নগদ ক্যাশ ১০ হাজার টাকা,অপর মুদি দোকান ব্যবসায়ী একরামুল হকের মিনিট কার্ড ও বেনসন সিগারেটসহ বিক্রির নগদে ১০ হাজার টাকা চোরেরা নিয়েগেছে।এতে তাদের প্রায় পৌনে দুই লক্ষটাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঐ এলাকার রশিদুল ইসলাম নামে এক নৈশ প্রহরি পাহারারত ছিল।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ
চুরির ঘটনার বিষটি নিশ্চিত করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান চুরির স্থান পরিদর্শন করা হয়েছে,তবে এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।