রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
নীলফামারীতে কৃষকের ৪ গরু চুরি
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে এক কৃষকের গোয়াল
ঘড় থেকে ৪টি গরু চুরি হয়েছে।
বুধবার রাত আনুমানিক একটা হতে দুইটার
মধ্যে উপজেলার সোনারায় ইউনিয়নের ১ নং
ওয়ার্ডের মৃতঃ মোজাম্মেল হকের ছেলে জসিয়ার রহমান এর বাড়িতে চুরির ঘটনাটি
ঘটে। তার ছেলে আহসান হাবিব(লাবু)জানান চুরি যাওয়া গরুগুলোর মধ্যে একটি দেশীয় গাভী,অপরটি সাইওয়াল গাভী, দুই গাভী গুলোর বাছুর রয়েছে।যার আনুমানিক মুল্য
৩ লক্ষ ৫০ হাজার টাকার উপরে।
গরুর মালিক জসিয়ার রহমান জানান প্রতিদিনের ন্যায় গোয়াল ঘড়ে খুটির সাথে গরুগুলো বেধে রাখি,এবং সময় হলে রাতের খাবার খেয়ে নয়টা হতে দশটার মধ্যে আমার শোয়ার ঘরে আমি ঘুমোতে যাই।ভোরের আযান দেয়ার সময় ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরুগুলো নেই।চোরেরা গোয়াল ঘরের শিকল কেটে গরুগুলো চুরিকরে নিয়ে গেছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী গরুচুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন মামলা এখনও হয়নি তবে
হবে।
এ বিষয়ে কথা হলে ডোমার থানা অফিসার ইন
চার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনাস্থলে এসে চুরির বিষয়টি তদন্ত করে গেছেন বলে নিশ্চিত করেন।