রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
ডোমারে ৬ জুয়াড়ি গ্রেফতার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নীলফামারীর ডোমার হরিনচড়া হতে ছয় জুয়ারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শনিবার(১৩ ই জানুয়ারি)দিবাগত রাতে ডোমার থানা ওসি সাঈদ চৌধুরীর নির্দেশনায় উত্তর হরিনচড়া নুরজামাল এর বাড়ির রান্না ঘড় থেকে জুয়াখেলার অপরাধে ৬ জুয়ারিকে এক সেট তাস ও এগারশত পঞ্চাশ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
৬ গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন উপজেলার ছোট রাউতা বক্করের মোড় এলাকার মৃতঃজাবেদ আলীর ছেলে আব্দুল গনী (৫০),উত্তর হরিনচড়া ইউনিয়নের আহম্মদ আলীর ছেলে আনছার আলী(৪০),ছোটরাউতা ভাটিয়া পাড়া এলাকার মফিজার রহমানের ছেলে মোঃ ইসলাম(৫০),একই কালিমন্দর এলাকার মোঃ শামসুদ্দিন এর ছেলে মোঃ নুরজামাল,উত্তর হরিনচড়া বক্করের মোড় এলাকার মৃত,মোঃ জাকিরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩৫), একই এলাকার আমিনুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম(৩৬)।
কথা হলে ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ১৫৪ ধারায় আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের রবিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।