রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
নীলফামারীতে পৃথক ঘটনায় দুইজন নিহত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে ও সদর উপজেলায় দুইজন নিহতের খবর জানাগেছে।
শুক্রবার(১২ জানুয়ারি)কিশোরগঞ্জ ও নীলফামারী সদর উপজেলা এলাকায় ঘটনা
দুটি ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ উপজেলার ইসমাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে জয়নাল হোসেন(৩৫), অপরজন
সদর উপজেলা রামনগর ইউনিয়নের ডাংঙ্গা
পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওসমান গনী(১৭)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল জয়নাল।ঔষধ
মনে করে শুক্রবারের দিন সে বিষপান করে ফেলে।পরে যন্ত্রনায় ছটফট ও চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন।পরে রংপুরে নিয়েগেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার
মৃত্যু ঘটে।
একই দিনে নীলফামারী সদর এলাকার মায়ার মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ওসমানগনী নামে(১৭) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বাইসাইকেল যোগে খালুর বাসা থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি ট্রাক তার
মোটর সাইকেলে ধাকাদিলে রাস্তায় পরে যান।
পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়েগেলে
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র
মন্ডল ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের মরদেহ পরিবারে কাছে
হস্তান্তর করা হয়েছে।ঘাতক ট্রাক ও চালকে থানায় নিয়ে আসা হয়েছে।এ ঘটনায় একটি মামলা হয়েছে।