রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
ডোমারে রেল লাইনে ফাটল জনমনে আতংঙ্ক
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে রেললাইনে ফাটল দেখাগেছে, যা দেখে রেল লাইনের পাশে
বসবাস কারিদের মনে আতংঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার(৯ ই জানুয়ারি)ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার রেলষ্টেশন হতে চিলাহাটিগামী বাকডোকরা নামক স্থানে ঘটনাটি ঘটে।
ডোমার রেল ষ্টেশন মাস্টার বাবু হোসেন নিশ্চিত করেন।সংশ্লিষ্ট ঐ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেন।
মঙ্গলবার ঐ এলাকার আনোয়ারা বেগম দিনের আড়াই টার ঐ দিকে হাটার সময় লাইনের ফাটল দেখতে পায়।পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনা স্থলে জনতা ভীর জমায়।এসময় তিতুমির এক্সপ্রেস ট্রেন আসলে উপস্থিত জনতা লাল কাপর টানিয়ে ট্রেনটি থামিয়ে দেন।পরে পিডডব্লিউকে” অবহিত করলে ঘটনাস্থলে এসে তারা পরামর্শ করে ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি যাওয়ার পরামর্শ দেন।
তবে রেললাইনের ফাটল দেখতে আসা উৎসুক জনতার মাঝে রেল লাইনের গুনগত মাননিয়ে চলছে নানা আলোচনা।