রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
ডোমারে নৌকার গতিপথে বালুর চর লাঙ্গলে দিব চাষ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
তিস্তা নদীতে এখন ধুধু বালুচর, নৌকার গথিপথে
প্রচন্ড বাধা আমরা লাঙ্গলে দিব চাষ,কৃষক ফলাবে ফসল,তাছাড়া আগুন খাওয়া টিমে ডোমার ডিমলা বাসীকে পুরিয়েছে দশটি বছর। তাছারা আওয়ামীলীগ বিভিন্ন গ্রুপে বিভক্ত এই সুযোগকে কাজ লগিয়ে ডোমার ডিমলায় নৌকার গতিপথ কে চিরতরে বন্ধ করদিতে হবে।ডোমার হরিনচড়া ধরনীগঞ্জ হাটের পথসভায় একথা বলেন লাঙ্গল প্রতিকের প্রার্থী অবসর প্রাপ্ত লেপ্টেন্যান্ট কর্নেল তছলিম উদ্দিন।এ সময় নেতা কর্মিরা আওয়াজ তোলেন হরিনচড়ার মাটি লাঙ্গলের ঘাঁটি।তিনি আরো বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ ই জানুয়ারি সারাদিন লাঙ্গল প্রতিকে ভোটদিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান। এ সময় হাজার হাজার জনতার উপস্থিতি ঘটে।
রবিবার(৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হরিনচড়া ইউনিয়ন শাখা জাতীয় পার্টি এই পথসভার
আয়োজন করে।
আলহাজ্ব মোঃআব্দুল লতিফ এর সভাপতিত্ব পথসভায় আরো বক্তব্য রাখেন,ডোমার উপজেলা শাখার সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা তহিদুল ইসলাম,সাধারন সম্পাদক রাজা, হরিনচড়া ইউনিয়ন শাখা জাতীয় পাটির সভাপতি সামিউল ইসলাম (সম্রাট)সাধারন সম্পাদক,মাহাবুবুল ইসলাম(মাহা)সহ বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবর্গ উপস্থিত ছিলেন।