শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
৩৮ নং ওয়ার্ডের কলসি দিঘি পাড়ে কাঁচা বাজারে আগুন লেগে ষাট সত্তরটি ঘর পুড়ে ছাই।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
চট্টগ্রামের ৩৮ নম্বর ওয়ার্ডে রেল লাইনে কলসি দিঘি পাড়ের কাঁচাবাজারে আগুন লেগে ৫৫/৬০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
৩১ শে ডিসেম্বর বেলা তিনটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা নামে এক সাউন্ড ব্যবসায়ী ও ইলেকট্রনিক ব্যবসায়ী তার ঘরে ইলেকট্রিক কাজ সহ ব্যাটারী চার্জ দিতো সেখান থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৫৫/৬০ টিরও অধিক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে যায়।
বন্দর থানার দায়িত্বরত এস আই আব্দুল গফুর জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি, এ সময়ে ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কসমেটিকসের দোকান, কাঁচামালের দোকান, ডিম, ও তরকারির দোকান সহ প্রায় ৫৫/৬০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করছেন।