রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
নীলফামারীতে মধ্যরাতে ৪ পরিবারে সর্বস্ব পুড়ে ছাই
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলাফামারীর সদর পলাশবাড়ী ইউনিয়নের
সুধেন্দ্র নাথ রায়, কালিদাস,হরিদাশ
অপরজন তিলোবালা নামে চারটি পরিবারের আগুনে পুড়ে সর্বস্ব ছাই হয়েছে। যার ক্ষতির পরিমান আনুমানিক ৮ লক্ষ টাকার অধিকবলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো জানিয়েছেন।পুরে যাওয়া মধ্যে আধাকাঁচা টিনের ছয়টি ঘর, ধান,চাল,জমিনের কাগজ পত্র,টাকা ও ঘরের আসবাবপত্র ।
ঘটনাটি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)দিবাগত রাত বারোটার দিকে নীলফামারী পলাশবাড়ী ইউনিয়নের তিন নং ওয়ার্ডে কিসামত ভুটিয়ান
কালিরডাংঙ্গা নামক স্থানে ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলো জানান প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ নিজ শোবার ঘরে ঘুমাতে যাই আমরা। রাত আনুমানিক সারে বারোটার দিকে শোবার
ঘরের পাশে থাকা পাটকাঠি রাখার ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। কিভাবে ঘটলো আমরা টের পাইনি। আগুন ছরিয়ে পরার পড় আমরা টের পেয়ে চেঁচামেচী শুরু করি। পরে প্রতিবেশীর চেষ্টা ও দমকল বাহিনী খবর পেলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম
তালুকদার বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন গত বৃহস্পতিবারের দিবাগত রাতে তাদের উঠানে ধান সিদ্ধকর ছিল এক পরিবার।সেই ছাইএর আগুন ভালোভাবে না নেভানোর কারনে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা।
আমার ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। খোলা আকাশের নিচে তাবুটানিয়ে পরিবার পরিজন নিয়ে তারা রাত যাপন করছে।