রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
নীলাফামারীতে বিভিন্ন স্থানে বড়দিন উৎযাপন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীতে বিভিন্ন স্থানে ও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে খ্রীষ্টিয়ান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।২৫ ডিসেম্বর এইদিনে খ্রিষ্ট ধর্মের
প্রবর্তক যীশুখ্রীষ্ট বেথলেহেম জন্মগ্রহন করেন।
খ্রিষ্টধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসেব পালন করে থাকে।
সোমবার(২৫ ডিসেম্বর)সকাল দশটার দিকে নীলফামারী হাড়োয়া দেবীরডাংঙ্গা লুথারেন
চার্চের মণ্ডলীর সদস্যগন এ আয়োজনে করে।
এ সময় পালক,রেভাঃ কল্পনা রানী রায় এর পরিচালনায় দিন ব্যাপী চার্চে প্রার্থনা,গান,বাজনা,বাইবেল পাঠ ও কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।আরো উপস্থিত ছিলেন জেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের সভাপতি মাইকেল এন্ড্রো,পালক রেভাঃসন্তোষ বর্মন,রেভাঃদুলার রায়,সংশ্লিষ্ট চার্চের সাধারন সম্পাদক মানিক বর্মন প্রমুখ। অপর দিকে নীলফামারী সদর লক্ষিচাপ ইউনিয়নে ককই
বড়গাছা গ্রামে কালবেড়ী চার্চের সভাপতি রেবতী রায়ের পরিচালনায় ঐ চার্চে
বড়দিন পালন করা হয়।