রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
ডোমার ধরনীগঞ্জে নৌকার মিছিল মানুষের
ঢল
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
আগামী ৭ ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (ডোমার-ডিমলা)নীলফামারী-১আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা জনাব আফতাবউদ্দি সরকারের পক্ষে ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ হাটে এক মিছিলে ও পথ সভায় মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতি(২১ ডিসেম্বর) মাগরিব নামাজ শেষে হরিনচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী অংঙ্গ সংগঠন ও ইউপি চেয়ারম্যান রাসেল রানার ন্বেতৃত্বে নীলফামারী ডোমার হাইওয়ে সড়ক ও ধরনীগঞ্জ হাটটিতে সৃষ্টি হয় গোটা মিছিলের হাট।,,আফতাবউদ্দিন সরকার,, ওঙ নৌকা শ্লোগানে মুখরিত হয় সম্পূর্ণ ধরনীগঞ্জ হাট।
ইউপি চেয়ারম্যান রাসেল রানার ন্বেতৃত্বে ধরনীগঞ্জ হাট বাস কাউন্টার নামক স্থান হতে একটি মিছিল শুরুহয়ে হাটের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পড়ে হরিনচড়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগের মিছিলটিও যুক্ত হয়ে
পথসভায় মিলিত হয়।
পরে ভ্যানে দাড়িয়ে ইউপি চেয়ারম্যান রাসেল
রানা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডোমার ডিমলায় এমন কোন সেক্টর নেই যেখানে এমপি আফতাবউদ্দিন সরকার উন্নয়ন
করেন নাই।আর এ ধারাবাহিকতা ধরে রাখতে হলে পুনরায় তাকে নির্বাচিত করে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন হরিনচড়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ক্ষয়রুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগের
সকল সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা কর্মিগন।